ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে চাচ্ছেন? কিন্তু কিভাবে একাউন্ট খোলার আবেদন করতে হয় জানেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই লেখা।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে। তাই, যারা ডাচ বাংলা ব্যাংকে সেভিংস একাউন্ট/কারেন্ট একাউন্ট/অন্য যেকোনো একাউন্ট খুলতে চান, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন।
তো চলুন, Dutch Bangla Bank Account কিভাবে তৈরি করতে হয়, একাউন্ট খুলতে কি কি লাগে এবং একাউন্ট খুলতে কত টাকা লাগে এসব বিষয় জেনে নেয়া যাক।
Table of Contents
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো একটি শাখায় যেতে হবে। এরপর, তাদের থেকে আপনি কোন একাউন্ট খুলতে চান সেটির ফরম নিতে হবে। অতঃপর, একাউন্ট খোলার ফরম পূরণ করে সাথে প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা জমা দিলে তারা আপনার একাউন্ট তৈরি করে দিবে।
এভাবে, বাংলাদেশের যেকোনো ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনার প্রয়োজনীয় একাউন্ট খুলতে পারবেন অনেক সহজেই। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে তা বিস্তারিত তালিকা আকারে নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
ডাচ বাংলা ব্যাংকে কত ধরনের একাউন্ট আছে
ডাচ বাংলা ব্যাংকে বিভিন্ন ধরনের একাউন্ট রয়েছে। প্রয়োজনভেদে আপনি যেকোনো একটি একাউন্ট খুলতে পারবেন এই ব্যাংকে। নিচে একাউন্টগুলোর তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে।
- Savings Deposit Account-Standard
- Special Notice Deposit Account
- Interest Free Savings Deposit Account
- Current Deposit Account
- Savings Deposit Plus Account
- Excel Savings Account
- DBBL School Savers Account
একাউন্টভেদে একাউন্টগুলো খুলতে কত টাকা লাগে এবং কি কি কাগজপত্র লাগে তার পার্থক্য হয়ে থাকে। নিচে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
ডাচ বাংলা ব্যাংকের একাউন্টভেদে প্রয়োজনীয় কাগজপত্রের মাঝে পার্থক্য হয়ে থাকে। সেভিংস একাউন্ট খুলতে যেসব কাগজপত্র লাগে, কারেন্ট একাউন্ট খোলার সময় তার থেকে বেশি বা কম এবং ভিন্ন কাগজপত্র লেগে থাকে। তাই, ডিবিবিএল ব্যাংকে একাউন্ট খুলতে কি কি লাগে তা একাউন্টভেদে নিচে তালিকা করে দেয়া হয়েছে।
ডাচ বাংলা ব্যাংক কারেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে
ডাচ বাংলা ব্যাংকে কারেন্ট একাউন্ট খুলতে যেসব কাগজপত্র লাগবে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। নিম্নোক্ত তালিকায় থাকা কাগজপত্র এবং টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে কারেন্ট একাউন্ট খোলার ফরম চাইতে হবে।
নিজেই ফরম পূরণ করতে পারবেন বা তারা আপনাকে ফরম পূরণ করে দিবে। অতঃপর, কাগজপত্র এবং টাকা জমা দিয়ে একাউন্ট খোলার আবেদন সম্পন্ন করতে পারবেন।
- ভোটার আইডি কার্ড/পাসপোর্টে/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
- সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
- ট্রেড লাইসেন্স এর ফটোকপি
- নমিনির পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি
- ব্যবসায়িক ইউটিলিটি বিলের কপি
- একাউন্টের আবেদনকারীর স্বাক্ষর
- সচল মোবাইল নাম্বার
- ইউটিলিটি বিলের কপি
- ১ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট
এছাড়া, ব্যাংক থেকে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চাইতে পারে। সেগুলো সঙ্গে নিয়ে যেতে পারেন।
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে
ডাচ বাংলা ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে চাইলে যেসব কাগজপত্র লাগবে তা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। এসব কাগজপত্র সাথে নিয়ে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে সেভিংস একাউন্ট খোলার আবেদন করতে পারবেন।
- ভোটার আইডি কার্ড/পাসপোর্টে/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
- সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
- নমিনির ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
- একাউন্টের আবেদনকারীর স্বাক্ষর
- সচল মোবাইল নাম্বার
- ইউটিলিটি বিলের কপি
- ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা
সেভিংস ডিপোজিট একাউন্ট খুলতে ৫০০ টাকা, সেভিংস ডিপোজিট একাউন্ট খুলতে ৫,০০০ টাকা এবং এক্সেল সেভিংস একাউন্ট খুলতে ৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট করতে হয়। তাই, একাউন্ট খুলতে গেলে এই টাকা সাথে নিয়ে যেতে হবে।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে
স্টুডেন্ট একাউন্ট খুলতে চাইলে ডাচ বাংলা ব্যাংকের নিকটস্থ যেকোনো শাখায় নিম্নোক্ত কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। এরপর, তাদের থেকে স্টুডেন্ট একাউন্ট খোলার ফরম পূরণ করে নিতে হবে। সাথে ১০০ টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট করতে হবে।
- ভোটার আইডি কার্ড/পাসপোর্টে/ড্রাইভিং লাইসেন্স/জন্ম সনদের ফটোকপি
- সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
- নমিনির ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
- সচল মোবাইল নাম্বার
- ইউটিলিটি বিলের কপি
- ১০০ টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট
- স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি
স্টুডেন্ট একাউন্টে কোনো চার্জ নেই। চার্জ ফ্রি যেকোনো লেনদেন করতে পারবেন। এছাড়া, ডেবিট কার্ড বা চেকবই নিতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
ডাচ বাংলা ব্যাংক একাউন্টের ধরণ | একাউন্ট খুলতে কত টাকা লাগে |
সেভিংস ডিপোজিট একাউন্ট | ৫০০ টাকা |
সেভিংস ডিপোজিট প্লাস একাউন্ট | ৫,০০০ টাকা |
এক্সেল সেভিংস একাউন্ট | ৫০০ টাকা |
ইন্টারেস্ট ফ্রি সেভিংস ডিপোজিট একাউন্ট | ৫,০০০ টাকা |
কারেন্ট ডিপোজিট একাউন্ট | ১,০০০ টাকা |
স্পেশাল নোটিশ ডিপোজিট একাউন্ট | ২,০০০ টাকা |
ডিবিবিএল স্কুল সেভার্স একাউন্ট | ১০০ টাকা |
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট কিভাবে খুলবো?
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনি যে একাউন্ট খুলতে চান, সেই একাউন্ট খুলতে যেসব কাগজপত্র লাগে তা সংগ্রহ করুন। এরপর, ডাচ বাংলা ব্যাংকের যেকোনো একটি শাখায় যেতে হবে। অতঃপর, একাউন্ট খোলার ফরম নিয়ে সেটি পূরণ করতে হবে।
অতঃপর, প্রয়োজনীয় কাগজপত্র এবং ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা জমা দিতে হবে। তাহলে, তারা আপনার ব্যাংক একাউন্ট খুলে দিবে। ডেবিট কার্ড বা চেকবই নিয়ে একাউন্ট ব্যবহার করে লেনদেন করতে পারবেন।
ডাচ বাংলা কার্ড করতে কি কি লাগে?
ডাচ বাংলা কার্ড করতে একটি একাউন্ট খুলতে হয়। আপনার যদি ডাচ বাংলা ব্যাংক একাউন্ট থাকে, তাহলে ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে কার্ডের জন্য আবেদন করার মাধ্যমে একটি ডেবিট কার্ড নিতে পারবেন। তবে, ক্রেডিট কার্ড নিতে চাইলে তাদের দেয়া শর্ত পূরণ করতে হবে।
ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড নিলে পাসপোর্ট এন্ডোর্স করতে হবে। তাহলে, বাংলাদেশি টাকার পাশাপাশি ডলার ব্যবহার করে লেনদেন করতে পারবেন।
সারকথা
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে, ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে এবং ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এই পোস্টে বিস্তারিত শেয়ার করা হয়েছে। DBBL Account Open করতে চাইলে পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন।
আমার নাম কাজী নাজমুল। আমি একজন প্রবাসী।এই ক্ষেত্রে আমার জন্য কোন একাউন্ট খোললে ভালো হবে।দয়া করে জানাবেন।
রেমিটেন্স নিয়ে আসার জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে, রেমিটেন্স নিয়ে আসলে ২.৫% প্রণোদনা পাবেন।
ডাচ বাংলা একাউন্ট খুলতে চাই কিভাবে খুলতে পারবে
প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে। তাহলে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।