ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চাচ্ছেন? কিন্তু ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানা নেই? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
ইসলামী ব্যাংকে বিভিন্ন ধরণের একাউন্ট রয়েছে। আপনার প্রয়োজনভেদে যেকোনো একটি একাউন্ট খুলতে পারবেন। কী কী একাউন্ট আছে, একাউন্ট খুলতে কী কী লাগে, কত টাকা লাগে এবং একাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন এই পোস্টে।
তো চলুন, ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
Table of Contents
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো একটি শাখায় যেতে হবে। এরপর, আপনি কোন একাউন্ট খুলতে চান তা জানাতে হবে। তারা উক্ত একাউন্ট খোলার ফরম দিবে, সেটি পূরণ করে জমা দেয়ার মাধ্যমে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
ইসলামী ব্যাংকে বিভিন্ন ধরণের হিসেব খোলা যায়। আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন একাউন্ট খুলতে পারবেন। ইসলামী ব্যাংকে যেসব একাউন্ট খুলতে পারবেন তা বিস্তারিত নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।
ইসলামী ব্যাংকে যে ধরনের একাউন্ট রয়েছে
- Mudaraba Special Notice Account (MSNA)
- Mudaraba Waqf Cash Deposit Account (MWCDA)
- Mudaraba Foreign Currency Deposit Account (MFCD)
- Mudaraba Payroll Account
- Al-Wadeah Current Account
- Mudaraba Upohar Deposit
- Mudaraba Priority Savings Account
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টের ধরণ
- Mudaraba Farmers Savings Account (MFSA)
- Mudaraba School Students Savings Account
- Students Mudaraba Savings Account (SMSA)
- Mudaraba Savings Account (MSA)
- Mudaraba Industrial Employees Savings Account (MIESA)
ইসলামী ব্যাংক মাসিক সেভিংস একাউন্টের ধরণ
- Mudaraba Bibaho Savings
- Mudaraba Expatriate Housing Deposit Scheme (MEHDS)
- Mudaraba Hajj Savings Account (MHSA)
- Mudaraba Education Savings Scheme
- Mudaraba Muhor Savings Account (MMSA)
- Mudaraba Special Savings (Pension) Account (MSSA)
ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট একাউন্ট
- Mudaraba Term Deposit Account (MTDR)
- Mudaraba Monthly Profit Deposit Account (MMPDA)
- Mudaraba Savings Bond (MSB)
- Mudaraba Senior
- Mudaraba NRB Savings Bond (MNSB)
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য। আপনার যদি প্রতিদিন বেশি পরিমাণে লেনেদেন করার প্রয়োজন হয়, তাহলে ইসলামী ব্যাংকে কারেন্ট একাউন্ট খুলুন। কারেন্ট একাউন্ট খোলার জন্য নিম্নে উল্লিখিত কাগজপত্র নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো একটি শাখায় যান।
এরপর, তাদেরকে কারেন্ট একাউন্ট খুলতে ইচ্ছুক এটি বললেই তারা একটি ফরম দিবে। প্রয়োজনীয় কাগজপত্র সহ ফরমটি পূরণ করে একাউন্ট খোলার ফি জমা দিলে তারা আপনার একাউন্টটি খুলে দিবে।
আরও পড়ুন — ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে
- ভোটার আইডি কার্ড/পাসপোর্টে/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
- সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
- ট্রেড লাইসেন্স এর ফটোকপি
- নমিনির পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি
- ব্যবসায়িক ইউটিলিটি বিলের কপি
- একাউন্টের আবেদনকারীর স্বাক্ষর
- সচল মোবাইল নাম্বার
- ইউটিলিটি বিলের কপি
- ১ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট
উপরোক্ত কাগজপত্রগুলো নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে। এরপর, ফরমটি সহ ১ হাজার টাকা এবং কাগজগুলো জমা দিতে হবে। তাহলে ইসলামী ব্যাংকে কারেন্ট একাউন্ট খুলতে পারবেন সহজেই।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংকে স্টুডেন্ট সেভিংস একাউন্ট, সাধারণ সেভিংস একাউন্ট সহ বিভিন্ন ধরনের একাউন্ট রয়েছে। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে চাইলে নিচের তালিকায় উল্লিখিত কাগজপত্রগুলো সাথে নিয়ে যেকোনো শাখায় যেতে হবে। এরপর, তাদের কাছে সেভিংস একাউন্ট খোলার ফরম চাইতে হবে। অতঃপর, নিজের সকল তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে।
ফরম পূরণ করার পর প্রয়োজনীয় কাগজপত্র এবং একাউন্ট খোলার ফি জমা দিতে হবে। তাহলে তারা আপনাকে একটি সেভিংস একাউন্ট খুলে দিবেন।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে
- ভোটার আইডি কার্ড/পাসপোর্টে/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
- সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
- নমিনির ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
- একাউন্টের আবেদনকারীর স্বাক্ষর
- সেভিংস একাউন্টের ধরণ অনুযায়ী ইনস্ট্যান্ট ডিপোজিট
- সচল মোবাইল নাম্বার
- ইউটিলিটি বিলের কপি
- স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি
- স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম সনদের ফটোকপি
উপরোক্ত কাগজপত্রগুলো নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে সেভিংস একাউন্ট খুলতে পারবেন অনেক সহজেই।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য এনআইডি কার্ড বা জন্ম সনদের ফটোকপি, স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, ১০০ টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট, সদ্য তোলা ০২ কপি ছবি, নমিনির এনআইডির ফটোকপি এবং ০২ কপি ছবি সাথে নিয়ে ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে। এরপর, তাদের থেকে ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার ফরম চাইতে হবে। সেটি পূরণ করে জমা দেয়ার মাধ্যমে স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি কাগজ লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। আপনি যদি স্টুডেন্ট একাউন্ট খুলতে চান, তাহলে নিম্নোক্ত কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে
- ভোটার আইডি কার্ড/পাসপোর্টে/ড্রাইভিং লাইসেন্স/জন্ম সনদের ফটোকপি
- সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
- নমিনির ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
- সচল মোবাইল নাম্বার
- ইউটিলিটি বিলের কপি
- ১০০ টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট
- স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি
ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে তাদেরকে জানালে তারাই ফরম পূরণ করে দিবে। সঙ্গে অবশ্যই উপরোক্ত তালিকায় থাকা প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে।
বাংলাদেশে অনলাইনে কোন ব্যাংক একাউন্ট খোলা যায়?
বাংলাদেশে এখন প্রায় সব ব্যাংক একাউন্ট অনলাইনে খোলা যায়। ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলা যায়।
ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার?
ইসলামী ব্যাংক একাউন্ট বিভিন্ন প্রকার। কারেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট, স্টুডেন্ট একাউন্ট, ফিক্সড ডিপোজিট একাউন্ট ইত্যাদি।
ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে?
ব্যাংক একাউন্ট খুলতে এনআইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এনআইডি এবং ছবি, ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা, একাউন্ট খোলার ফরম ইত্যাদি তথ্য লাগে।
ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে?
ব্যাংক একাউন্ট খুলতে ব্যাংক ভেদে বিভিন্ন পরিমাণ টাকা লেগে থাকে। ১০০ টাকা থেকে শুরু কর ১ হাজার টাকা কিংবা তার বেশিও লেগে থাকে। তবে, বেশিরভাগ ব্যাংকে বিভিন্ন হিসাব খুলতে ৫০০ টাকা লেগে থাকে। তবে, ব্যাংক হিসাবের ভিত্তিতে এই টাকার পরিমাণ কমবেশি হয়।
সারকথা
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে এবং ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে এসব বিষয় জানতে পারবেন এই পোস্টটি পড়লে। এমন আরও ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।