কৃষি ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন? কিন্তু কৃষি ব্যাংক লোন পাওয়ার উপায় জানা নেই? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।

কৃষি ব্যাংক থেকে কৃষকরা এবং উদ্যোক্তারা লোন নিতে পারবেন। যারা কৃষি কাজ করছেন বা শুরু করতে চাচ্ছেন কিংবা যারা বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ শুরু করবেন বলে ভাবছেন, তারা কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার জন্য আবেদন করতে পারবেন। লোন নিতে চাইলে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট লেগে থাকে।

এছাড়া, কৃষি ব্যাংক থেকে লোন নিতে চাইলে বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়। কীভাবে কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার জন্য আবেদন করবেন এসব বিষয় নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করবো। তো চলুন, মূল বিষয়ে আলোকপাত করা যাক।

কৃষি ব্যাংক লোন নিতে কী কী লাগে

কৃষি ব্যাংক লোন নিতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হয়। লোনের আবেদন করতে চাইলে লোনের আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর, বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হবে। যেসব ডকুমেন্ট জমা দিতে হবে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

  • ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের কয়েক কপি রঙিন ছবি
  • ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • নমিনির সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি
  • ঋণের আবেদন করার জন্য গ্যারান্টার এর ভোটার আইডি কার্ড ও ছবি
  • ঠিকানা যাচাই করার জন্য যেকোনো ইউটিলিটি বিলের কপি
  • ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করলে ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা
  • লোনের আবেদন ফরম সকল তথ্য দিয়ে পূরণ করতে হবে
  • একটি সচল মোবাইল নাম্বার যেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে
  • ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ইনকাম সোর্সের প্রমাণপত্র
  • লোনের পরিমাণ এবং ধরনের উপর ভিত্তি করে আমানত
  • জমির খাজনার প্রমাণপত্র
  • কতটুকু জমি আছে তা প্রমাণ করার জন্য জমির কাগজপত্র

বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোন নিতে চাইলে লোনের আবেদন করতে হবে। আবেদন করার সময় এসব ডকুমেন্ট প্রয়োজন হবে। লোন নিতে চাইলে এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে আপনার কাছে রাখুন। যেদিন লোনের আবেদন করবেন, সেদিন এগুলো নিয়ে ব্যাংকে যেতে হবে।

কৃষি ব্যাংক লোন পাওয়ার উপায়

কৃষি ব্যাংক থেকে লোন নিতে চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে। এরপর, কর্মরত কাউকে জানাতে হবে যে আপনি কৃষি কাজের জন্য লোন নিতে ইচ্ছুক। তাহলে, তারা আপনার থেকে বেশ কিছু তথ্য জেনে নিবে। এরপর, যদি তাদের মনে হয় যে আপনাকে লোন দেয়া যাবে, তাহলে তারা লোনের আবেদন ফরম পূরণ করে দিবে।

লোনের আবেদন ফরম তারা পূরণ করার সময় আপনার থেকে সকল তথ্য জেনে নিবে। আপনার ব্যক্তিগত তথ্য যেমন – নাম, পিতা-মাতার নাম, স্বামী/স্ত্রী থাকলে তাদের নাম এবং ঠিকানা সহ সকল তথ্য দিতে হবে। অতঃপর, লোনের আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিতে হবে।

এরপর, লোনের আবেদন অনুমোদন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আপনি লোনের আবেদন করার সময় যে নাম্বার ব্যবহার করেছিলেন, সেই নাম্বারে এসএমএস করে বা কল করে জানানো হবে যে আপনার লোন অনুমোদন করা হয়েছে। তাহলে ব্যাংকে গিয়ে লোনের টাকা উত্তোলন করে নিয়ে আসতে পারবেন।

বাংলাদেশে দুইটি কৃষি ব্যাংক থাকলেও, বর্তমানে একটি কৃষি ব্যাংক বহাল তবিয়তে আছে। পূর্বে রাজশাহী কৃষি ব্যাংক নামে আলাদা একটি ব্যাংক ছিলো। যা বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত হয়েছে। তাই, কৃষি লোন নিতে চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকেই কৃষি লোন নিতে হবে।

কৃষি ব্যাংক লোন পাওয়ার শর্তসমূহ

কৃষি ব্যাংক থেকে লোন নিতে চাইলে ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে। এরপর, তারা আপনার থেকে বেশ কিছু তথ্য জেনে নিয়ে এরপর লোনের আবেদন ফরম পূরণ করার জন্য দিবে বা তারা পূরণ করে দিবে। তবে, তারা তথ্য নেয়ার সময় যাচাই করবে যে, আপনি লোন নিতে পারবেন কিনা।

অর্থাৎ, তারা বেশ কিছু প্রশ্ন করবে। কারণ, কৃষি লোন সবার জন্য নয়। এছাড়া, কৃষি লোন নিতে চাইলে বেশ কিছু শর্ত মানতে হয়। এসব তথ্য তারা জানতে চায়। কৃষি ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য যেসব শর্ত আছে, তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

  • আপনি কৃষক বা উদ্যোক্তা কিনা তা যাচাই করা হবে।
  • ফসল বা মৎস চাষ সহ বিভিন্ন কৃষি কাজ করার জন্য লোন নিতে পারবেন।
  • লোনের উপর সুদের হার ৮% করা হয়েছে। যা পূর্বে ৯% ছিলো।
  • আপনার নিজস্ব জমি আছে কিনা। থাকলে সেই জমির কাগজপত্র।
  • ঋণের বিপরীতে জামানত রাখতে পারবেন কিনা। স্থায়ী সম্পদ থাকলে তা জামানত রাখতে হবে।
  • আপনি ভোটার হয়েছেন কিনা। ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে।
  • ঋণের গ্যারান্টার হিসেবে যিনি থাকবেন, তারা ভোটার আইডি কার্ড এবং ছবি দিতে হবে।

এই শর্তগুলো মানলে আপনি কৃষি ব্যাংক থেকে কৃষি লোনের জন্য আবেদন করতে পারবেন। কৃষি ব্যাংক লোন নিতে ফরম পূরণ করে ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিতে হবে। এরপর, তারা আপনার লোনের আবেদন যাচাই করে দেখে অনুমোদন দিবে।

কৃষি ব্যাংক কত টাকা লোন দেয়

কৃষি ব্যাংক থেকে লোনের আবেদন করার সময় আপনার কাছে জানতে চাওয়া হবে, আপনি কত টাকা লোন নিতে চান। আপনার প্রয়োজন অনুযায়ী লোনের আবেদন করতে পারবেন। কৃষি ব্যাংকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। তবে, ক্ষেত্রবিশেষে লোনের টাকার পরিমাণ কম বা বেশি হতে পারে।

কৃষি ব্যাংক থেকে আপনার চাহিদামত লোনের আবেদন করতে পারবেন। লোনের টাকার উপর ৮% হারে সুদ আরোপ করা হবে। সাপ্তাহিক বা মাসিক কিস্তি আকারে লোনের টাকা পরিশোধ করতে পারবেন। তবে, আপনি যে খাতের উপর লোন নিবেন, তার উপর ভিত্তি করে লোনের পরিমাণ কম বা বেশি হতে পারে।

কৃষি ব্যাংক থেকে বেশি পরিমাণ টাকার লোন নিতে চাইলে জামানত রাখতে হবে। জামানত হিসেবে স্থায়ী জমি বা অন্য স্থায়ী সম্পদ জামানত রাখতে পারবেন। কৃষি লোন নিলে সাধারণত কৃষি জমির কাগজপত্র জামানত হিসেবে রাখতে হয়।

কৃষি ব্যাংক থেকে যেসব খাতে লোন নেয়া যায়

কৃষি ব্যাংক থেকে বিভিন্ন খাতে লোন দেয়া হয়। কৃষি ব্যাংক থেকে লোন শুধুমাত্র কৃষি কাজের জন্য দেয়া হয়না। এছাড়া, আরও কিছু খাতের উপরেও লোন দেয়া হয়ে থাকে। এসব খাতের একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

  • শস্য ঋণ
  • মৎস্য ঋণ
  • কৃষি ও সেচ যন্ত্রপাতি ঋণ

শস্য উপাদান উৎপাদন করতে বা মৎস্য খাতে চাষ করতে চাইলে ঋণ নিতে পারবেন। এছাড়া, কৃষি বা সেচ যন্ত্রপাতি ক্রয় করার জন্য ঋণ নিতে পারবেন। এসব খাতের উপর বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোন দেয়া হয়। যারা কৃষি লোন নিতে চাচ্ছেন, তারা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে এসব খাতের উপর লোন আবেদন করতে পারবেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক লোন অ্যাপস

বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোনের আবেদন করার জন্য একটি অ্যাপস রয়েছে। ঘরে বসে অনলাইনে কৃষি ব্যাংকে লোনের আবেদন করতে চাইলে গুগল প্লে স্টোর ওপেন করে BKB Janala লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর, অ্যাপ ওপেন করে লোন অপশন থেকে যে ধরনের লোন নিতে চান, সেটি সিলেক্ট করে বাকী ধাপগুলো সম্পন্ন করতে হবে।

  • কৃষি ব্যাংক থেকে লোন নিতে গুগল প্লে স্টোর থেকে BKB Janala অ্যাপ ইনস্টল করতে হবে।
  • অ্যাপটি ওপেন করে লোন অপশনে গিয়ে যে ধরনের ঋণ নিতে চান সেটি সিলেক্ট করতে হবে।
  • আপনার সম্পর্কে সকল তথ্য দিবেন এবং যে খাতে ঋণ নিতে চান সেটি সিলেক্ট করে সাবমিট করবেন।
  • ঋণের আবেদন সাবমিট করা হলে আবেদন প্রিন্ট করে নিতে হবে। এরপর, সেটি নিয়ে ব্যাংকে যেতে হবে।

লোনের আবেদন প্রিন্ট করে নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে লোনের আবেদন সম্পন্ন করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করলে ঘরে বসে অনলাইনে কৃষি ব্যাংক লোন আবেদন করতে পারবেন এবং লোন নিতে পারবেন।

আরও পড়ুন — বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক

সারকথা

কৃষি ব্যাংক লোন পাওয়ার উপায়, কৃষি ব্যাংক থেকে লোন নিতে কী কী লাগে এবং কৃষি ব্যাংক লোন নেয়ার পদ্ধতি নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। যারা কৃষি কাজের জন্য লোন নিতে চাচ্ছেন, তারা বাংলাদেশ কৃষি ব্যাংকে লোনের আবেদন করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *