সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত জানুন ২০২৪

সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সোনালি ব্যাংক একাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু কিভাবে একাউন্ট খুলতে হয় জানেন না? সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন এই পোস্টে।

সোনালি ব্যাংক আমাদের বাংলাদেশের একটি বৃহত্তম সরকারি ব্যাংক। সরকারি চাকুরীজীবী, ব্যবসায়ী সহ সকল পেশার মানুষ চাইলে একটি ব্যাংক হিসাব খুলতে পারবেন এই ব্যাংকে। যারা সোনালি ব্যাংকে হিসাব খুলতে ইচ্ছুক, কিন্তু কিভাবে একাউন্ট খুলতে হয় জানেন না। তাদের জন্যই এই পোস্ট।

শুরু থেকে শেষ অব্দি পড়লে অনলাইনে সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, সোনালি ব্যাংক একাউন্ট খোলার জন্য কি কি লাগে এসব তথ্য বিস্তারিত জানতে পারবেন।

সোনালি ব্যাংক একাউন্ট খোলার জন্য কি কি লাগে

সোনালি ব্যাংক একাউন্ট খোলার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র লাগে। সোনালি ব্যাংক হিসাব খুলতে কি কি কাগজপত্র লাগে তার তালিকা নিচে সংযুক্ত করে দেয়া হয়েছে।

  1. জন্ম নিবন্ধন সনদ/ভোটার আইডি কার্ড/পাসপোর্টে/ড্রাইভিং লাইসেন্স
  2. সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  3. নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
  4. নমিনির ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
  5. একাউন্টের আবেদনকারীর স্বাক্ষর
  6. সচল মোবাইল নাম্বার
  7. ইউটিলিটি বিলের কপি

এসব কাগজপত্র ছাড়াও সোনালি ব্যাংকের যে ব্রাঞ্চে একাউন্ট খুলবেন, সেখানে থেকে বাড়তি কিছু কাগজপত্র চাওয়া হতে পারে। তবে, অধিকাংশ সময় এসব কাগজপত্র দিয়েই একটি ব্যাংক হিসাব খোলা যায়।

জন্ম নিবন্ধন সনদ জমা দেয়ার সময় ১৭ ডিজিটের অনলাইন কপি জমা দিতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার মাধ্যমে আপনার জন্ম সনদ অনলাইন করা আছে কিনা তা জেনে নিতে পারবেন।

তো চলুন, সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং সোনালী ব্যাংক একাউন্ট খোলার ফরম পূরণ নমুনা নিয়ে আরো বিস্তারিত জেনে নেয়া যাক।

সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সোনালি ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনার নিকটস্থ যেকোনো ব্রাঞ্চে গিয়ে ব্যাংক হিসাব খোলার ফরম সংগ্রহ করতে হবে। এরপর, ফরমটি তাদের থেকে পূরণ করে নিয়ে সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এছাড়া, একাউন্ট খোলার সময় ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা জমা দিতে হবে। এভাবে, সরাসরি ব্রাঞ্চ থেকে সোনালি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।

তবে, আপনি চাইলে সোনালি ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহার করে বা ই-ওয়ালেট ব্যবহার করে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে নিচে আরো বিস্তারিত জানতে পারবেন।

অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে সোনালি ব্যাংক একাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর থেকে Sonali eSheba অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর, অ্যাপ ওপেন করে ব্যাংক একাউন্ট খুলুন অপশনে ক্লিক করবেন। মোবাইল নাম্বার যাচাই, ভোটার আইডি কার্ড যাচাই, মৌলিক তথ্য প্রদান, ভোটার আইডি কার্ডের ছবি এবং নমিনির তথ্য প্রদান করে একাউন্ট খুলতে পারবেন।

অনলাইনে সোনালি ব্যাংক একাউন্ট খুলতে আমরা Sonali eSheba অ্যাপ ব্যবহার করতে পারবো। অ্যাপটি গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। এরপর, বিস্তারিত পদ্ধতি জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • Sonali eSheba অ্যাপ ইনস্টল করে ওপেন করে “ব্যাংক একাউন্ট খুলুন” অপশনে ক্লিক করুন
  • আপনার মোবাইল নাম্বার লিখুন এবং ওটিপি আসলে সেটি বসিয়ে ভেরিফাই করে নিন
  • নিজের ছবি তুলুন এবং ভোটার আইডি কার্ডের তথ্য প্রদান করুন
  • মৌলিক অন্যান্য তথ্যগুলো এখানে লিখতে হবে
  • ভোটার আইডি কার্ডের সামনের এবং পিছনের ছবি তুলুন
  • ব্যাংকের উক্ত শাখা এবং আপনার ব্যাংক একাউন্টের নমিনির তথ্য প্রদান করুন

এই ধাপগুলো অনুসরণ করে সোনালি ব্যাংকে হিসেব খোলার জন্য আবেদন ফরম জমা দিত হবে। এরপর, ৩ মাসের মাঝে ব্যাংকে এসে সিগনেচার এবং অন্যান্য তথ্য আপডেট করতে হবে।

যারা সোনালি ব্যাংকে একাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু ভোটার আইডি কার্ড নেই, তারা জন্ম নিবন্ধন সনদের অরিজিনাল কপি ব্যবহার করে Sonali eSheba অ্যাপ ব্যবহার করে একাউন্ট তৈরি করতে পারবেন। এজন্য, উপরোক্ত ধাপগুলো অনুসরণ করুন।

সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

সোনালি ব্যাংক সেভিংস একাউন্ট খোলার জন্য ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। এরপর, তাদের থেকে একটি একাউন্ট খুলে নিতে পারবেন। অথবা, Sonali eSheba অ্যাপ ইনস্টল করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সোনালি ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে পারবেন।

সোনালি ব্যাংক সেভিংস একাউন্ট খোলার ক্ষেত্রেও একই ধরনের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। তবে, এর থেকে বেশি কোনো ডকুমেন্ট প্রয়োজন হলে ব্যাংক থেকে জানিয়ে দেয়া হবে। নিচে একটি তালিকা দেয়া হয়েছে।

সোনালি ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগবে

সোনালি ব্যাংকে ঘরে বসে অনলাইনে সেভিংস একাউন্ট খুলতে চাইলে কী কী কাগজপত্র লাগবে তা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

  1. জন্ম নিবন্ধন সনদ/ভোটার আইডি কার্ড/পাসপোর্টে/ড্রাইভিং লাইসেন্স
  2. সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  3. নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
  4. নমিনির ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
  5. একাউন্টের আবেদনকারীর স্বাক্ষর
  6. সচল মোবাইল নাম্বার
  7. ইউটিলিটি বিলের কপি
  8. ইনস্ট্যান্ট ডিপোজিট এর ১,০০০ টাকা

এছাড়াও, সোনালি ব্যাংকে সেভিংস হিসাব খুলতে আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগতে পারে। যেহেতু অনলাইনে একাউন্ট খোলা যাচ্ছে, তাই আপনি একাউন্ট করার সময় প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে পারবেন সহজেই। এরপর, সবকিছু সাবমিট করা হলে সোনালি ব্যাংক হিসাব তৈরি হয়ে যাবে।

সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে

সোনালি ব্যাংক একাউন্ট খুলতে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট করতে হয়। সোনালি ব্যাংক সেভিংস একাউন্ট খোলার সময় ইনস্ট্যান্ট ১ হাজার টাকা ডিপোজিট করতে হবে। ডেইলি প্রফিট একাউন্টের ক্ষেত্রে ২০ হাজার টাকা দিয়ে একাউন্ট খুলতে হয়। এছাড়া, একাউন্টের ধরণ অনুযায়ী ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকার পরিমাণ কমবেশি হতে পারে।

সোনালি ব্যাংকে সাধারণত সবাই সেভিংস একাউন্ট তৈরি করে। আপনিও সেভিংস একাউন্ট করতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্রের সাথে ১ হাজার টাকা নিয়ে যাবেন।

সারকথা

সোনালি ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে, সোনালি ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে, সোনালি ব্যাংক সেভিংস একাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা সোনালি ব্যাংকে হিসাব খুলতে চাচ্ছেন, তারা সম্পূর্ণ পোস্টটি পড়লে হিসাব খোলার নিয়ম জানতে পারবেন।

About Rezuanur Rahman Mubin

I am Rezuanur Rahman Mubin, deeply passionate about the finance and banking sectors. Driven by this interest, I initiated this website to share valuable insights and information about the banking industry. My primary goal is to make banking-related knowledge accessible to everyone. In addition to this, I am also a blogger and content writer, dedicated to creating impactful and informative content.

View all posts by Rezuanur Rahman Mubin →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *