কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন কিন্তু কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে জানেন না? লোন নিতে কী কী লাগে এবং লোন নেয়ার শর্তসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই পোস্টে।
বাংলাদেশের বেকারের সংখ্যা হ্রাস করার লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিলো। এই ব্যাংক থেকে বেকারদেরকে ঋণ দেয়ার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার জন্য সহযোগিতা করা হয়। যারা বিভিন্ন উদ্যোগ নিতে ইচ্ছুক, কিন্তু আর্থিক অভাবে শুরু করতে পারছেন না, তারা কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে পারবেন।
তবে, যে কেউ চাইলে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে পারবে না। এজন্য, এই ব্যাংকের কিছু শর্ত রয়েছে যা মানতে হবে। এছাড়া, এই ব্যাংক থেকে ঋণ নিতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হয়। এসব বিষয় আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে।
Table of Contents
কর্মসংস্থান ব্যাংক লোন নিতে যা যা লাগবে
কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হবে। এই ব্যাংক থেকে লোন নিতে লোনের আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরমের সাথে নিম্নোক্ত তালিকায় উল্লেখ করে দেয়া ডকুমেন্টগুলো জমা দিতে হবে।
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
- বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হবে।
- সচল মোবাইল নাম্বার।
- ন্যুনতম পঞ্চম শ্রেণি পাশ হতে হ…
- কোনো ব্যাংক হতে ঋণ খেলাপি হওয়া যাবেনা।
- ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- কর্মসংস্থান ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে।
- ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- লোনের গ্যারান্টার এর এনআইডির ফটোকপি এবং ছবি
- সরকারি বা সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে হবে
আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে এসব ডকুমেন্ট সংগ্রহ করে কর্মসংস্থান ব্যাংকের নিকস্থ যেকোনো শাখায় যাবেন। এরপর, তাদের থেকে লোনের আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করবেন। অতঃপর, এসব ডকুমেন্ট সহ আবেদন সম্পন্ন করবেন। তাহলে, লোন নিতে পারবেন।
কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পাওয়ার উপায় নিয়ে নিচে আরও বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। লোন নিতে ইচ্ছুক হলে সম্পূর্ণ পড়ুন।
কর্মসংস্থান ব্যাংক লোন নেয়ার নিয়ম
কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে চাইলে প্রথমেই নিকটস্থ যেকোনো শাখায় যেতে হবে। এরপর, সেখানে কর্মরত কাউকে জানাতে হবে যে আপনি কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে ইচ্ছুক।
এরপর, তারা বেশ কিছু তথ্য জানতে চাইবে। যেমন – আপনার পেশা কী, আপনি কোন কাজের উদ্যোগ নেয়ার জন্য লোন নিতে চাচ্ছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী, সরকারি বা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন কিনা ইত্যাদি। এমন আরও অনেক প্রশ্ন করতে পারে।
অতঃপর, আপনি কত টাকা লোন নিতে ইচ্ছুক এবং আরও কিছু প্রশ্ন করবে। তারপর, লোনের আবেদন করার জন্য একটি ফরম নিয়ে আসবে। সেটি তারাই পূরণ করবে। আপনাকে নিজের তথ্য দিতে হবে। ফরম পূরণ করা হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ফরমের সাথে জমা দিতে হবে।
এরপর, অপেক্ষা করতে হবে লোনের আবেদন অনুমোদন হওয়ার জন্য। লোন অনুমোদন হলে আপনার ব্যাংক হিসাবে টাকা দেয়া হবে। ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করে নিয়ে আসতে পারবেন।
আরও পড়ুন — বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক
কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি
কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে চাইলে লোন পদ্ধতি অনুসরণ করতে হবে। এই ব্যাংক থেকে লোন নিতে চাইলে কিছু শর্ত আছে। যেমন – আপনি যে খাতের জন্য লোন নিবেন, তার উপর আপনাকে প্রশিক্ষিত হতে হবে। এজন্য, সরকারি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট বা সরকার অনুমোদিত যেকোনো ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিতে হবে।
লোনের আবেদন করার সময় সংশ্লিষ্ট খাতে প্রশিক্ষণ এর সার্টিফিকেট জমা দিতে হবে। কর্মসংস্থান ব্যাংক থেকে যেসব খাতে লোন দেয়া হয়, সেগুলোর একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। সময়ের সাথে সাথে এই খাতগুলোর মাঝে পরিবর্তন আসতে পারে।
- শিল্প কারখানা
- মৎস সম্পদ
- প্রাণি সম্পদ
- যানবাহন ও পরিবহন
- ক্ষুদ্র ও কুটির শিল্প
- বাণিজ্যিক খাত
- সেবা খাত
- অন্যান্য উৎপাদনশীল প্রকল্প
উপরোক্ত খাতগুলোর উপর কর্মসংস্থান ব্যাংক থেকে লোন দেয়া হয়। আপনি যদি এসব খাতের যেকোনো একটির উপর লোন নিতে চান, তাহলে সেই খাতে প্রশিক্ষণ নিতে হবে। এজন্য, সরকারি যেকোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে পারেন অথবা সরকার অনুমোদিত ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিতে হবে এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, বিটাক, টিটিসি সহ অনেক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। যেকোনো একটি থেকে প্রশিক্ষণ নিতে পারেন। এরপর, উদ্যোগ নিতে অর্থের প্রয়োজন হলে কর্মসংস্থান ব্যাংকে লোনের আবেদন করার মাধ্যমে ব্যাংক লোন নিতে পারবেন অনেক সহজেই।
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন
কর্মসংস্থান ব্যাংক থেকে অনলাইনে লোন দেয়া হয়না। এই ব্যাংক থেকে লোন নিতে চাইলে নিকটস্থ যেকোনো শাখায় যেতে হবে। এরপর, কর্মরত ব্যক্তির সাথে কথা বলে লোনের আবেদন করতে হবে। এছাড়া, লোনের আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
ব্যাংক থেকে লোন নেয়ার সময় জামানত লাগতে পারে। জামানত হিসেবে জমি বা স্থায়ী সম্পদ রাখতে হবে। জামানত রাখার মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তবে, ঘরে বসে অনলাইনের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন আবেদন করার নিয়ম নেই।
কর্মসংস্থান ব্যাংক লোন সুদের হার
কর্মসংস্থান ব্যাংক থেকে ২০ হাজার টাকা থেকে শুরু কর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেয়া হচ্ছে। এই ঋণের সুদের পরিমাণ ৮% । ঋণের মেয়াদকাল হচ্ছে ৫ বছর।
যেকোনো উদ্যোগ নিতে চাইলে কর্মসংস্থান ব্যাংক থেকে ৮% সুদ হারে ২০ হাজার থেকে ৫ লক্ষ টাকার মাঝে ৫ বছর মেয়াদকালের ঋণ নিতে পারবেন। লোন নিতে চাইলে, যে খাতে লোন নিবেন সেই খাতের উপর যেকোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে।
কর্মসংস্থান ব্যাংক লোন পরিশোধ পদ্ধতি
কর্মসংস্থান ব্যাংক থেকে জামানত ছাড়া ২০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা অব্দি লোন দেয়া হচ্ছে। এই লোনের সুদের হার হচ্ছে ৮% । লোনের মেয়াদকাল হচ্ছে ৫ বছর।
অর্থাৎ, ৫ বছর মেয়াদি ঋণ নিলে ৮% সুদের হারে লোনের টাকা পরিশোধ করতে হবে। লোনের টাকা সাপ্তাহিক বা মাসিক কিস্তি আকারে পরিশোধ করতে পারবেন। তবে, ব্যাংক ঋণ সাধারণত মাসিক কিস্তি আকারেই হয়ে থাকে।
এই লোন নিতে চাইলে আপনার বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মাঝে হতে হবে। পাশাপাশি, আপনি যে খাতে লোন নিতে ইচ্ছুক, সেই খাতে প্রশিক্ষণ নিতে হবে। এজন্য, সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। অথবা, সরকার অনুমোদিত যেকোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে।
কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন ফরম
কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন ফরম নেয়ার জন্য কর্মসংস্থান ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে। এরপর, তাদেরকে বলে লোনের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আপনি যদি লোন নিতে ইচ্ছুক হন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন।
ফলে, লোনের আবেদন ফরম নেয়ার পর তাদের থেকে পূরণ কর নিতে পারবেন। অতঃপর, কাগজপত্র জমা দেয়ার মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে পারবেন অনেক সহজেই।
সারকথা
কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি, লোন নিতে কী কী লাগে এবং লোন নেয়ার নিয়ম নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আলচনা করেছি এই পোস্টে। যারা বেকার কিন্তু উদ্যোগ নেয়ার জন্য লোন নিতে চাচ্ছেন, তারা কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে পারবেন। লোন নিতে চাইলে এই পোস্টে উল্লিখিত তথ্যগুলো সহায়ক হবে বলে আশা করছি।